বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একাংশ ও দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃষ্টিতে ভিজেও তারা এই কর্মসূচী পালন করে।
রাবির বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ উল্লেখ করে তাদের অপসারণ দাবিতে বেলা সোয়া ১১টার দিকে রাবি সিনেট ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এই ব্যানারে কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।
প্রসঙ্গত গত ২৬ শে সেপ্টেম্বর রাবির শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং জয় হিন্দ বলে বক্তৃতা শেষ করেন।
এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে সাদিয়া নামের এক ছাত্রীর (তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থী ওই একই বিভাগের ৩৪ ব্যাচের শিক্ষার্থী নুরুল হুদার স্ত্রী) ফোনালাপের ৪৮ সেকেন্ডের একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে ওই ছাত্রীর সঙ্গে অধ্যাপক জাকারিয়ার অর্থনৈতিক লেনদেনের বিষয়ে কথা হয়েছে।
এসব ঘটনায় গত ৩ অক্টোবর থেকে প্রশাসনের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছেন প্রগতিশীল শিক্ষকদের একাংশ।