জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে তার হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাবিলা নূরের হবু বর নেহাল পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী।
অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে নেহালের সঙ্গে সাবিলার পরিচয় হয়। তাদের দু’জনের মধ্যে দারুণ সম্পর্ক চলছিল।
বন্ধুত্ব থেকে সুসম্পর্ক আর চমৎকার বোঝাপড়া গড়ে ওঠে দু’জনের মধ্যে। সেই বোঝাপড়াকে পাকাপাকি রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত দু’জনের।
সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবিসহ অনেকগুলো জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে ইত্যাদি তার জনপ্রিয় কিছু নাটকের মধ্যে উল্লেখযোগ্য।