fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধবরগুনার আমতলীতে দুইবোন ইয়াবাসহ গ্রেফতার

বরগুনার আমতলীতে দুইবোন ইয়াবাসহ গ্রেফতার

শনিবার সকালে আমতলী থানার পুলিশ বরগুনার আমতলী লঞ্চঘাট থেকে ৫শ’৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইবোন আমতলী পৌরসভার পশ্চিম আমতলী গ্রামের মিজানুর রহমান এর স্ত্রী বিথি আক্তার (২২) ও শালিকা কিশোরী লামিয়া আক্তারকে (১৩)। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, আমতলী পৌরসভার পশ্চিম আমতলী গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী ও শালিকাকে দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। শুকবার বিকেলে মিজানুর রহমান, দুই বোন বিথি ও লামিয়া ৫’শ ৯০ পিস ইয়াবা নিয়ে এমভি ইয়াদ লঞ্চ যোগে ঢাকা থেকে আমতলীতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে আমতলী থানার ওসি আবুল বাশার, দুইএসআই ফয়সাল আহম্মেদ ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে লঞ্চঘাটে অভিযান চালিয়ে দুই বোনকে আটক করে। কিন্তু মাদক বিক্রির মুল হোতা মিজানুর রহমান পালিয়ে যায়।

পরে দুই বোনের শরীর তল্লাশী করে ৫’শ ৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় আমতলী থানায় মিজানুর রহমান, বিথি ও লামিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ ওইদিনই দুই বোনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মিজানুর রহমান তার স্ত্রী ও শালিকাকে দিয়ে মাদক বিক্রি করে আসছে। শনিবার সকালে দুই বোনকে গ্রেফতার করা হয়েছে। মিজানুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন দুই বোনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments