fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরংপুররংপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

রংপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতে রংপুরে মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নানক।

শনিবার রাতে নগরীর বেতপট্টিস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দলের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় নানক বলেন, আওয়ামী লীগের শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এ দল ঐক্যবদ্ধ থাকলে বিএনপি জামায়াত এক সাথে হয়েও আওয়ামী লীগের লোম স্পর্শ করতে পারবে না। যারা এ সভায় গোলমাল করলো তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ হতে পারে না।

নানক দলের নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে জামায়াত সংশ্লিষ্টতা থাকায় ২৮ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments