fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরংপুরগাইবান্ধাচুরির অপবাদ সইতে না পেরে নিরাপত্তারক্ষীর আত্মহত্যা

চুরির অপবাদ সইতে না পেরে নিরাপত্তারক্ষীর আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুর তাইড় গ্রামে চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছেন ভাদু বিশ্বাস (৫৫) নামের এক নিরাপত্তাকর্মী। রোববার ভোরে তিনি আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভাদু বিশ্বাস সাঘাটা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নিরাপত্তারক্ষী (নাইট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাতে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কম্পিউটার এবং ল্যাপটপ চুরি হয়। অধ্যক্ষ নওয়াব আলী সাজু শনিবার সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার এ এস আই মোশারফ ঘটনা স্থলে তদন্তে এসে নাইট গার্ড ভাদুকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার কথা বলে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুচলিকা দিয়ে ছেড়ে নিয়ে আসেন। অধ্যক্ষ নওয়াব আলী সাজু ও স্থানীয় ঘুড়িদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজহার আলী মিন্টু চুরি মালামাল বাবদ তিন লাখ টাকা জরিমানা দাবি করে ভাদুর কাছে। তা না হলে জেল হাজতে পাঠাবে বলে হুমকি দেয়। তিন লাখ টাকার চিন্তায় তিনি কয়েকদিন ধরে খুব চিন্তিত হয়ে পড়েন। রোববার রাতে রান্না ঘরে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয় আবুল কালাম আজাদ বলেন, ভাদু খুব ভালো মানুষ ছিলেন। ভাদুর স্ত্রী সুধারানী বলেন, অধ্যক্ষ নওয়াব আলী সাজু তিন লাখ টাকা চাওয়ায় সে চিন্তায় রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে অধ্যক্ষ নওয়াব আলী সাজু ও সাবেক ইউপি সদস্য আজহার আলী তিন লাখ টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন। সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, শুক্রবার অভিযোগের প্রেক্ষিতে ভাদুকে থানায় আনা হয়েছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments