fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশদিনমজুরকে পিটিয়ে হত্যা, এসআই ইকবালসহ ২ জন রিমান্ডে

দিনমজুরকে পিটিয়ে হত্যা, এসআই ইকবালসহ ২ জন রিমান্ডে

চট্টগ্রামের সীতাকুন্ডে দিনমজুর এজাহার মিয়াকে পিটিয়ে হত্যার মামলায় এসআই ইকবাল পারভেজ ও তার ভগ্নিপতি মো. মিজানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী সমকালকে বলেন, পুলিশ তাদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোবাইল চুরির অপবাদ দিয়ে গত ২২ অক্টোবর পুলিশের এসআই ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরমান ও বোনের স্বামী মিজান এজাহার মিয়াকে পিটিয়ে হত্যা করে। এর আগে ২১ অক্টোবর রাতে বোনের মোবাইল চুরির অভিযোগে নিজের বাড়িতে দিন মজুর এজাহার মিয়াকে ডেকে নিয়ে যান এসআই রায়হান। এরপর তিনি এবং তার বোনের স্বামী মিজানুর রহমান প্রায় চারঘন্টা ধরে মারধর করলে মঙ্গলবার সকালে মারা যায় এজাহার।

নিহত এজাহার মিয়া সীতাকুন্ডের ভাটিয়ারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহত এজাহারের ভাই মো. আলমগীর বাদী হয়ে ২২ অক্টোবর জেলার সীতাকুন্ড থানায় মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি এসআই রায়হান ও মিজানকে গ্রেফতার করে পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। অপর আসামি ইমতিয়াজ আরমান পলাতক রয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments