কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি নার্সের মৃত্যুর অভিযোগে বিভিন্ন ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন সহকর্মী নার্সরা। রোববার সকালে ওই নার্সের মৃত্যুর খবরে সহকর্মীরা চিকিৎসা সেবা বন্ধ রেখে এ বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী নার্সরা জানান, হাসপাতালের নার্স হাজেরা আখতার প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালের গাইনি চিকিৎসক অমিত কুমার তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। কিন্তু সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হলে রোববার সকালে তিনি মারা যান।
এ খবর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছলে তার সহকর্মী নার্সরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।
নার্সদের অভিযোগ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক অমিত কুমারের ভুল চিকিৎসায় হাজেরা বেগমের মৃত্যু হয়েছে। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই চিকিৎসকের অপসারণসহ ৭ দফা দাবি জানিয়েছি। এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
নার্স হাজেরা আখতার গত বছর নভেম্বর মাসে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে যোগদান করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তবে নিহত হাজেরার সন্তান সুস্থ আছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. অমিত কুমার বসুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রসূতি নার্স বিআইসি রোগে আক্রান্ত হওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাকিরুল ইসলাম জানান, নার্সদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।