বেনাপোলের পুটখালী সীমান্তে অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে পাচারকালে এক ব্যাক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক আমিনুর রহমান (২৪) বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানার পুটখালী বটতলা পোস্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোটরসাইকেলসহ আমিনুর রহমানকে আটক করা হয়।
এ সময় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় আলাদা কাভার তৈরি করে তার মধ্যে রাখা ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আমিনুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।