নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মুরাদ মোল্যা (৩৮) নামে এক ব্যবসায়ীর হাত ও পায়ের কবজি কেটে দিয়েছে প্রতিপক্ষরা। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টার দিকে লুটিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিঘলিয়া খালচর গ্রামের সত্তার মোল্যার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক মুরাদ মোল্যার সাথে এক মাস যাবত যাবত কুমড়ি পূর্বপাড়া গ্রামের সরদার ও কটা বংশের লোকদের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজারে ব্যবসায়ী ও কৃষক মুরাদ মোল্যা বসে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে সরদার ও কটা বংশের লোকজন মুরাদ মোল্যাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিনসহ আহত ব্যবসায়ীর আত্মীয় হাসান জানান, মুরাদের বাম হাত ও বাম পায়ের কবজি কেটে ফেলেছে সন্ত্রাসীরা।
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রিপন কুমার ঘোষ জানান, রোগীর বাম পা, বাম হাত, মাথাসহ শরীরের কয়েকটি স্থানে মারাত্মক জখম হয়েছে। অবস্থা ভালো নয় তাই উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে পাঠিয়েছি।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ৫-৭ জনে মিলে মুরাদকে কুপিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।