যশোরের শার্শায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২টায় শার্শা থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ ও ওই ছাত্রীর স্বজনেরা জানায়, রবিবার বিকেলে ওই কিশোরদের বাড়ির উঠানে খেলা করছিল ওই শিশু। এ সময় কিশোরটি তাকে কৌশলে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই বাড়ি গিয়ে ছাত্রীর মা দেখেন কিশোরটি তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তিনি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে কিশোরটির নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকের পর তাকে সোমবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।