পাইকারি মাছ বাজারের ফ্রিজে মিলল এক ব্যক্তির লাশ! মাছ বাজারে এমন রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই মাছ বাজার থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, খুন হওয়া ব্যক্তির নাম ছোটন রাই। তিনি বিহারের বাসিন্দা। পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরে ছোটন রাইকে খুন করা হয়েছে। জানা যায়, শনিবার রাতে পাইকারি মাছ বাজারে সুরিন্দর ও ছোটনের মধ্যে দেখা হয়েছিল। সে সময় কোনো বিষয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন উত্তেজনার বশে ভারি অস্ত্র দিয়ে ছোটনের মাথায় আঘাত করেন সুরিন্দর। সেই আঘাতেই মৃত্যু হয় ছোটনের। এরপরেই তড়িঘড়ি পরিস্থিতি সামলে নিতে লাশটি দোকানের একটি খালি ফ্রিজারে ভরে রাখেন তিনি।
পাইকারি মাছ বাজারের ওই স্টলের মালিক সুনিল সিং জানান, প্রায় তিন বছর ধরে মাছ প্যাকিংয়ের কাজ করছেন সুরিন্দর রাই।
এদিকে, ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।