বিদ্যুৎ সংযোগ নেই ৬ মাস ধরে। বৈদ্যুতিক মিটারটি চুরি হওয়ার পর গ্রাহক আর সেটা পুনরায় লাগান নি। অথচ বিদ্যুৎ সংযোগ ছাড়া এই বাড়িতে বিদ্যুতের বিল এসেছে ৯ হাজার ৬২৭ টাকা।
সেই গ্রাহক আফাজ উদ্দিন বলেন, এই ভূতুড়ে ব্যাপার কীভাবে ঘটল তা বুঝতে পারছি না। কারেন্টের লাইন না থাকলে কারেন্ট ব্যবহারের বিল কীভাবে আসে!
ঘটনাটি ঘটেছে নাটোর জেলার সিংড়া উপজেলায়। এ ব্যাপারে সোমবার (২৮ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি, অস্বাভাবিক বিলের ব্যাপারে জানি না। তবে গ্রাহকদের যেকোনো অভিযোগ পর্যালোচনা করা হবে। সেখানে কোনো ভুল হলে সমাধান করা হবে।’