fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবরিশালবরিশাল সিটিভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন হাওলাদার’র জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ আদেশ প্রদান করেন। সোমবার সন্ধ্যায় জেলেদের অভিযোগের প্রেক্ষিতে, মহিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন হাওলাদারকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ বাদী হয়ে মহিপুর থানায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন হাওলাদার, ইউপি সদস্য সোবাহান হাওলাদারের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

স্থানীয় ভুক্তভোগী জেলেরা জানায়, গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ শিকার বন্ধের জন্য সরকার অবরোধ ঘোষণা করে। সেই অবরোধকালীন জেলেদের খাদ্য সহায়তার জন্য মহিপুর ইউনিয়নের ১২ শত জেলের জন্য ২০ কেজি হারে সরকারি ২৪ মেট্রিকটন চাল বরাদ্দ হয়। রবিবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ শুরু করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন। বিতরণের দ্বিতীয় দিনে জেলেদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সরেজমিন গিয়ে ভুক্তভোগিদের সঙ্গে যোগাযোগ করে এবং জেলেদের মাঝে বিতরণকৃত চাল পরিমাপ করে ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হন।

উল্লেখ্য, ইতিপূর্বে সরকারি চাল আত্মসাতের অভিযোগের মামলায় এর আগে চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও বালিয়াতলি ইউনিয়নের এক ইউপি সদস্যকে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। পরে দীর্ঘ হাজতবাসের পর উচ্চ আদালতের অনুকম্পায় জামিনে মুক্তি লাভ করেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments