fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধকুমিল্লার ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা শিপন গ্রেফতার

কুমিল্লার ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা শিপন গ্রেফতার

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেফতার করেছে পুলিশ।  নগরীর চর্থা বড় পুকুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপন কুমিল্লা মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

২০১৪ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে সংঘর্ষে মহানগরীর দক্ষিণ চর্থায় নিহত হন বিজিবি ১০ ব্যাটালিয়নের সদস্য রিপন। ওই হত্যার মামলার অন্যতম আসামি কাউন্সিলর শিপন। এছাড়াও তার বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্ল্যান পাস জালিয়াতির অপরাধে দুদকের করা একটি দুর্নীতি মামলা এবং একাধিক নাশকতা মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

 

মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন বলেন, সাখাওয়াত উল্লাহ শিপনকে বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্যরা জানান মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাউন্সিলর শিপনের কোনো মামলায় ওয়ারেন্ট নেই বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত ) মো. সালাহ উদ্দিন নিশ্চিত করেছেন যে মামলায় ওয়ারেন্ট থাকায় কাউন্সিলর সাখাওয়াত উল্লাহ শিপনকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments