শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এর পঞ্চম তলায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- বিশিষ্ট শিল্পপতি মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার বাসার গৃহপরিচারিকা দিতি (১৯)।
ধানমন্ডি থানার এসআই এনামুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আশপাশের কয়েকজনের ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। বাসায় ঢুকে দরজা ভেঙে দুই রুম থেকে দুজনের মরদেহ উদ্ধার করি।’ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি ঐ বাড়িতে গত তিন দিন আগে নতুন আরেকজন গৃহপরিচারিকাকে নিয়োগ দেয়া হয়েছে
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের নিরাপত্তাকর্মী ও শিল্পপতি মনিরের বডি গার্ড বাচ্চুকে আটক করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।