গেরহাট-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে মোটরসাইকেল ও পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময়ে একই মোটরসাইকেলে থাকা অপর এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।
নিহতরা হলেন- যশোর জেলা সদরের পোলেরহাট গ্রামের বাসিন্দা যশোর এমএম কলেজের শিক্ষার্থী লিটন (২২) ও একই এলাকার তুহিন (২৭)। মোটরসাইকেলে করে তারা মোংলা থেকে যশোরে ফিরছিলেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তার পরিচয় জানা যায়নি।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আজ (শুক্রবার) বিকাল ৫টার দিকে বাগেরহাট-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে সড়ক দুর্ঘটনার খরব পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে। একই সঙ্গে আহতকে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।