fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধধানমন্ডিতে ২ নারী হত্যাকান্ডে গৃহকর্মী জড়িত, সন্দেহ পুলিশের

ধানমন্ডিতে ২ নারী হত্যাকান্ডে গৃহকর্মী জড়িত, সন্দেহ পুলিশের

রাজধানীর ধানমন্ডিতে শিল্পপতি মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার বাসার গৃহপরিচারিকা দিতি (১৯) গলা কেটে হত্যার ঘটনায় ওই বাসার নতুন এক গৃহকর্মী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

হত্যার পর নতুন ওই গৃহকর্মী বাসা থেকে পালিয়ে গেছে, সিসিটিভি ফুটেজ দেখে এমন ধারণাই করছে পুলিশ। ওই বাসার মালিক কাজী মনির উদ্দিন তারিম। নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগম তার শাশুড়ি। হত্যার শিকার গৃহকর্মীর নাম দিতি। এদিকে, বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ করেছেন কাজী মনির উদ্দিন তারিম।

ধানমন্ডি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুল লতিফ বলেছেন, ‘ওই গৃহকর্মীকে ধরতে অভিযান চলছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক তারিমের শ্বশুরের ব্যক্তিগত সহকারী (পিএস) বাচ্চু ও ওই বাড়ির ইলেকট্রিশিয়ান বেলায়েতকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জানতে পেরেছি, বাচ্চুই নতুন গৃহকর্মীকে নিয়ে এসেছিল।’

তিনি আরও বলেন, সার্বিক আলামত বিবেচনায় নিয়ে জোড়া খুনের ঘটনায় নতুন গৃহকর্মীকেই সন্দেহ করা হচ্ছে। সে একাই কাজটি করেছে নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে গৃহকর্মীর ছবি সংগ্রহ করা হয়েছে। তাকে ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

এর আগে শুক্রবার (১ নভেম্বর) ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে দরজা ভেঙে দুই রুম থেকে দুজনের মরদেহ উদ্ধার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments