নেত্রকোনার মদনে শনিবার এক জেএসসি শিক্ষার্থীকে উত্যক্ত করায় বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বখাটে রুমন মিয়া উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
শনিবার মদন বাজারের কাজী জসীম উদ্দিনের বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. ওয়ালীউল হাসান এ রায় দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন মদন বাজারের সোনালী ব্যাংক কার্যালয়ের সামনের সড়কে জামিয়া হাফসা (রা.) কওমি মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে রুমন মিয়া। এসময় চিঠি দিয়ে প্রেম নিবেদন করে ছাত্রীর পিছু নিলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে রুমনকে আটক করে ইউএনওকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ প্রমাণ হলে অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মদন থানার উপ-পরিদর্শক নূরুল আমীন জানান, দণ্ডপ্রাপ্ত আসামি রুমনকে শনিবার নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে।