fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশসমানে বাড়ছে পেঁয়াজের দাম

সমানে বাড়ছে পেঁয়াজের দাম

গত সপ্তাহের কেজি প্রতি পিঁয়াজের দাম ১২০ টাকা থেকে আরও এক ধাপ বেড়ে শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৫০-১৬০ টাকায়। শনিবার উপজেলার চান্দাইকোনা, ধানগড়া, ব্রহ্মগাছা, নিমগাছিসহ বিভিন্ন হাটবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

সম্প্রতি সিরাজগঞ্জের রায়গঞ্জে পেঁয়াজের বিক্রিতে দেখা গেলো এক নতুন ধারা।

সেখানে পেঁয়াজের হালি এখন ১৬ টাকা। সেখানে গরীব জনগণ হালি হিসাবে পেঁয়াজ কিনছেন। এবং ওজন করে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। তাই প্রতিটি পিঁয়াজের মূল্য দাঁড়াচ্ছে ৪ টাকা। দামের এতো বৃদ্ধি
নিম্ন আয়ের ক্রেতাদের অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

উক্ত ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীমুর রহমান বলেন, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দদের অতি মুনাফা লোভীদের বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। কেউ মজুদ করে থাকলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments