রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় এই পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে গতকাল শনিবার দুপুরে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদকে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা কর্মীরা পুকুরের পানিতে নিয়ে ফেলে দেয়। এই ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে এঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে।
ঘটনার প্রেক্ষিতে রাজশাহী মহানগর ছাত্রলীগ এক জর্যরী সভায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কার ও পলিটেকনিক শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত চেয়ে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ জানায়।
এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ নিজে বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও সৌরভ ও তার অনুসারীদের এখনও ধরতে করতে পারেনি।
এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সঙ্গে সঙ্গে জেনেছি ঘটনাটি। সঙ্গে সঙ্গেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।”