জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ড. একে আব্দুল মোমেন। বর্তমানে পলাতক খুনি রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয়ের আওতায় আমেরিকায় বসবাস করছে।
মঙ্গলবার(৫ই নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সফররত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস’র সঙ্গে বৈঠকের পর মোমেন জানান যে তিনি তাকে (সফররত মার্কিন ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন যে আমরা খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাই।
তিনি আরো বলেন যে, বাংলাদেশ আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় পলাতক বঙ্গবন্ধুর সকল খুনিকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি সফররত মার্কিন ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে আমরা বাংলাদেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে চাই, যেমনটি তারা তাদের দেশে চায়। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে,পলাতক এক খুনি তাদের(এলিস)দেশে বসবাস করছে।
পরে এলিস রাশেদ চৌধুরীর বিচারের নথিপত্র যুক্তরাষ্ট্রে পাঠাতে অনুরোধ জানিয়েছেন, যাতে তার সরকার রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বাংলাদেশ সরকারের দাবি যাচাই করতে পারে।
বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনিকে ফেরত পাঠাতে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিশ্বব্যাপী আবেদন জানিয়েছে। খুনিদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং নুর চৌধুরী কানাডায় বসবাস করে বলে জানা গেছে।