রাজধানীর ডেমরায় আতাউরের ছোট ছেলের ছুরিকাঘাতে নিহত বড় ছেলে। ছোট ভাই সবুজের (২০) ছুরিকাঘাতে নিহত বড় ভাই কবির হোসেন (২৫)। তারা ডেমরার সলিমের বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার (৫ই নভেম্বর) রাত ১০ নাগাদ এই ঘটনা ঘটে।
কবিরকে রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সবুজকে আটক করে ডেমরা থানা-পুলিশ।
নিহত কবির হোসেন পেশায় রিকশা চালক ছিলেন আর সবুজ গুলিস্তানে একটি দোকানে চাকরি করেন। জানা গেছে, ডেমরার গলাকাটা ব্রিজের পাশে মহিলা মাদ্রাসার সামনের রাস্তায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়, সেখানেই একপর্যায়ে কবিরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সবুজ।