বুধবার সকালে নারায়ণগঞ্জে ডিবি পুলিশের এক কর্মকর্তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে। যেখানে ডিবির এসআই মো. আরিফকে বিপুল পরিমাণ টাকার উপর ঘুমিয়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে চারিদিকে দেখা দিয়েছে চাঞ্চল্য।
সুত্র জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশে পাশে এলাকায় ডিউটি থাকে এসআই আরিফসহ এক দল পুলিশের। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ এলাকাতে তাদের ব্যবহারের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওই সময় বেশ কিছু ব্যক্তি গাড়ির ভেতরের কয়েকটি ছবি তোলেন। তাতে দেখা যায় এসআই আরিফ বিপুল পরিমাণ টাকার উপর ঘুমিয়ে ছিলেন।
সেখানে রাখা টাকাগুলো প্রতিটি বান্ডিল আকারে দেখা যায়। ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল তার শরীরের নিচে। তবে টাকার মোট অংক জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত পুলিশের ওয়ারলেস ও মোবাইল ফোন।
বুধবার সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। পরে উক্ত ব্যাপারে এসআই আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।