fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অর্থনীতিমাশরাফি, সাকিব ও তামিম পাচ্ছেন ট্যাক্সকার্ড

মাশরাফি, সাকিব ও তামিম পাচ্ছেন ট্যাক্সকার্ড

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৫ নভেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্সকার্ড পাচ্ছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা,সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এদের মধ্যে সাকিব ঢাকা কর অঞ্চল-৭-এ কর প্রদান করেন এবং মাশরাফি ও তামিম ঢাকা কর অঞ্চল-১ অফিসে কর প্রদান করেন।

ট্যাক্স কার্ডধারীরা স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়াও যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী, কোম্পানি পর্যায়ে ৫৭টি, ব্যক্তি পর্যায়ে ৭৬টি, এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments