fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধসিলেটে চড়া দামে লবণ বিক্রির দায়ে ৫ দোকানদারকে জরিমানা

সিলেটে চড়া দামে লবণ বিক্রির দায়ে ৫ দোকানদারকে জরিমানা

সিলেটে সকাল থেকে নগরীর কাজিটুলা, আম্বরখানা ও শাহী ঈদগাহর এই পাঁচটি দোকানে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে দোকানদারদের জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।

মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এই অভিযান সম্পন্ন করেন।

কাজীটুলা এলাকার জনতা স্টোরকে ৩ হাজার, শাহী ঈদগাহ এলাকার বেগম স্টোরকে ৩ হাজার, ধানসিঁড়ি রুবেল স্টোরকে ২০ হাজার, আব্দুল্লাহ স্টোরকে ৭ হাজার ও আম্বরখানার ফরিদ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানাস্বরুপ পাঁচ দোকানীদের ৪১ হাজারটাকা গুনতে হয়েছে।

তাছাড়াও পণ্যমূল্য তালিকা না থাকায় শাহপরাণ এলাকায় সাফা স্টোরকে ৪ হাজার টাকা ও অলক স্টোরকেও দেড় হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফয়জুল্লাহ এই অভিযান পরিচালনা করেন।

অন্যদিকে একই দিনে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ও শাহপরাণ এলাকায় অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে তিনি বিভিন্ন অপরাধে আরো কিছু দোকানদারদের জরিমানা করা হয়। তাদের তালিকায় বালুচর বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা, মেডিসিন স্টোরকে ৩ হাজার টাকা ও নাহার মেডিসিন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments