চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে কমোডের পাশে কালো পলিথিনে মোড়ানো ৭০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ শুক্রবার বেলা একটার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব বার জব্দ করা হয়।
উদ্ধার করা সোনার বারের ওজন ৮ কেজি ১৬৪ গ্রাম। বাজারমূল্য আনুমানিক চার কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুপুর ১২ টা ৫০ মিনিটে মাসকট থেকে সালাম এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজ অবতরণের পর কাস্টমসের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছিল। এ সময় দ্বিতীয় তলার শৌচাগারের কমোডের পাশে মেঝেতে কালো পলিথিন মোড়ানো একটি পুঁটলি দেখতে পান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই পুঁটলি খুলে ৭০টি সোনার বার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বাবুল ইকবাল বলে, এগুলো কারা এনেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিক আজ শুক্রবার ভোরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ২৯ জন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭ হাজার ১৮৩ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা, কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসব কার্টনে ১৪ লাখ ৩৬ হাজার শলাকা সিগারেট রয়েছে। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা।
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুবাইয়ের যাত্রীরা সৌদি আরব হয়ে চট্টগ্রাম ফিরছিলেন, এমন খবর পাওয়ার পর সন্দেহজনক ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়। একজন যাত্রী এক কার্টনের বেশি সিগারেট সঙ্গে আনতে পারেন না। তবে শর্তসাপেক্ষে সিগারেট আমদানি করা যায়। এ জন্য বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।