fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িচট্টগ্রামকুমিল্লাব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে পেঁয়াজের দাম আবারো ঊর্ধ্বগতি

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে পেঁয়াজের দাম আবারো ঊর্ধ্বগতি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পেঁয়াজের দাম আবারো ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। শনিবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক হাট শ্রীঘর বাজারে ও মানিকনগর বাজারসহ প্রায় সব জায়গাতে পেঁয়াজ কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়। গত কয়েকদিন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুমের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে পেঁয়াজের দাম কিছুটা কমলেও আজ আবারো পেঁয়াজের দাম ঊর্ধ্বগতিতে রয়েছে।

এই ব্যাপারে শ্রীঘর বাজারের কালাম শামীম নামক দুই দোকানীদের সঙ্গে কথা বললে জানা যায়, পাইকারদের কাছ থেকে বেশী দামে আমদানি করছি, তাই বেশি দামে বিক্রয় করছি।  মানিক নগর বাজারে আলাউদ্দিন ডালিমসহ প্রায় দোকানিকে ১৮০ টাকা কেজি পেঁয়াজে বিক্রয় করার অভিযোগ পাওয়া গিয়াছে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বলেন আমাদের নিকট পেঁয়াজের নির্ধারিত কোন দেয়া নেই তবে আমি আগামীকাল আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালানাসহ বাজার তদারকিতে যাবো।

ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুদিন আমরা ১২০/১৩০ টাকা দামে প্রতি কেজি পেঁয়াজ ক্রয় করেছি কিন্তু আজ থেকে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে আমরা চিন্তিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments