fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধসাতক্ষীরায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ২ ছাত্রলীগ কর্মী নিহত

সাতক্ষীরায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ২ ছাত্রলীগ কর্মী নিহত

সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। নিহত দুই ছাত্রলীগ কর্মীর নাম সাইফুল ও দীপ বলে জানা গেছে।

শনিবার ভোররাতে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তারা ছিনতাইকারী ছিলেন। এ সময় দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সাথে সম্পৃক্ততায় সাইফুল ও দীপ বৃহস্পতিবার ডিবি পুলিশের হাতে আটক হন। এরপর কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার ভোররাতে তাদেরকে নিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গেলে তাদের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়।

এসময় গোলাগুলির মাঝে পড়ে সাইফুল ও দীপ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সেখান থেকে তাদের দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু, একটি নাম্বার বিহীন মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments