রাজধানীতে কারওয়ানবাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, একটি পণ্যবাহী ট্রাক শনিবার দিবাগত রাতে কাওরানবাজার রেলক্রসিংয়ে পার হওয়ার সময় রেললাইনে উঠে গেলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।