পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতের দিকে জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চর (কুটিলার চরে) ঘটে।
উক্ত এলাকার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রজাপতির চর থেকে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আলী ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের অন্তর্ভুক্ত যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখান থেকে বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার সহ ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।