জয়পুরহাটের আক্কেলপুরে হাবু ওরফে বাবু (৩৮) নামের এক আসামিকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার রায়কালী গ্রামের মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রায়কালী গ্রামের হাবু ওরফে বাবু আন্ত জেলা ডাকাতদলের একজন সদস্য। সে তার স্ত্রী বিউটি আক্তারকে (৩০) দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করত। এরপর সুযোগ বুঝে সুবিধামতো স্থানে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশা নিয়ে যেত।
বাবুর বিরুদ্ধে দিনাজপুর জেলার ঘোরাঘাট থানায় একটি চুরি, বগুড়া জেলার আদমদীঘি থানায় ডাকাতি মামলাসহ দুটি, জয়পুরহাট সদর থানায় একটি চুরি, আক্কেলপুর থানায় একটি ডাকাতি ও চারটি চুরিসহ সাতটি মামলা রয়েছে। তার স্ত্রী বিউটি আক্তারের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় প্রতারণামূলক একটি চুরির মামলা রয়েছে।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন বলেন, ‘হাবু ওরফে বাবু তার স্ত্রীকে দিয়ে বিশেষ করে শীতকালে বিভিন্ন এলাকা থেকে রাতের বেলা বিপদে পড়েছে বলে অটোরিকশা ভাড়া করে নিয়ে যায়। এরপর পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা তার অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ওই চালককে জিম্মি করে আটোরিকশা ছিনতাই করে।
এ ছাড়াও সে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে কোনো লোকের সঙ্গে সখ্য তৈরি করে সেই বাড়িতে ডাকাতি করত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু রায়হান বলেন, ‘হাবু ওরফে বাবু বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি করাই তার মূল কাজ। সে আন্ত জেলা ডাকাতদলের সদস্য। তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’