বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মাহিয়ারপুর ডাবরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শঠিবাড়ি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন (১৮) ও শঠিবাড়ি কবি নজরুল ইসলাম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আল ফারাবী (৭)।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, সকালে ডাবরা মোড় এলাকায় ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুলভ্যানে থাকা শিক্ষার্থী ফারাবী ও আনোয়ার ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় ঘটনাস্থলে আশপাশের লোকজন ছুটে এলে ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৎপর রয়েছে।