fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারংপুরে ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

রংপুরে ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মাহিয়ারপুর ডাবরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শঠিবাড়ি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন (১৮) ও শঠিবাড়ি কবি নজরুল ইসলাম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আল ফারাবী (৭)।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, সকালে ডাবরা মোড় এলাকায় ট্রাক্টর ও স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুলভ্যানে থাকা শিক্ষার্থী ফারাবী ও আনোয়ার ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় ঘটনাস্থলে আশপাশের লোকজন ছুটে এলে ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৎপর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments