বিএনপি নেতা ও খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল পরকীয়ার অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার হয়েছেন। মামলায় অভিযোগ, সহকর্মী আরেক আইনজীবীর স্ত্রীর সঙ্গে কামাল কায়সারের পরকীয়ার সম্পর্ক রয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিতোষ চন্দ্রকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে স্কয়ার হাসপাতালের সামনে স্ত্রীকে কায়সারের গাড়িতে ওঠার সময় ওই আইনজীবী দেখে ফেলেন। পরে কায়সারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কায়সারকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় কায়সারের বিরুদ্ধে আতিকুর প্রতারণার অভিযোগে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা পরিচালনাকারী দলে রয়েছেন।