বরিশালের উজিরপুর উপজেলায় পুলিশ ভবানিপুর এলাকার একটি ডোবা থেকে একটি কঙ্কালের সাথে উদ্ধার করেছে মোবাইল ও জাতীয় পরিচয়পত্র। কঙ্কালটি এক সবজি বিক্রেতার, নিখোঁজের প্রায় এক বছর পর কাওসার হাওলাদার (৩২) নামে এই সবজি বিক্রেতার কঙ্কাল উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টি উদ্ধার করা হয়।
নিহত কাওসার হাওলাদার উপজেলার ওটরা এলাকার হালিম হাওলাদারের ছেলে। তিনি সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ভবানিপুর বাজারের উত্তর পাশে কাজী বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ সময় কঙ্কালের সঙ্গে নিখোঁজ কাওসারের মোবাইল, জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। উদ্ধার করা কঙ্কালের আকৃতি, মোবাইল এবং জতীয় পরিচয়পত্র দেখে মরদেহটি কাওসারের বলে তার স্বজনরা শনাক্ত করেন।
ওসি জিয়াউল আহসান বলেন, ধরণা করা হচ্ছে কাওসারকে হত্যার পর মরদেহ গুম করতে ডোবায় ভারি কিছু দিয়ে বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল। ডোবার পানি শুকিয়ে যাওয়ায় মরদেহটি বেরিয়ে যায়। ডিএনএ টেস্টের জন্য কঙ্কালটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে । এ ঘটনায় কাওসারের স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।