কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঢাকা রেঞ্জের সেরা ওসি হিসেবে পুরস্কৃত হয়েছেন। প্রমাণ ছাড়া হত্যা মামলার রহস্য উদঘাটনের অসামান্য সাফল্য ও নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ রেঞ্জ সেরার এই অনন্য সাধারণ পুরস্কার পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সেরা ওসি হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ সময় অন্যদের মধ্যে পুলিশের ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সালেহ মোহাম্মদ তানভীর, এডিশনাল ডিআইজি মো. আসাদুজ্জামান, জিহাদুল কবির, কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ অন্যান্য জেলার এসপি,এডিশনাল এসপি ও ওসি পদ মর্যাদার কর্মকর্তাসহ পুরষ্কারের জন্য মনোনীত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের সেরা উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার এসআই সোহেল রানা এবং কুলিয়ারচর থানার এসআই আবুল কালাম আজাদ। এ ছাড়া সেরা চৌকিদার হিসেবে পুরষ্কৃত হয়েছেন করিমগঞ্জ থানার হাবিব চৌকিদার।