গত শনিবার (৭ ডিসেম্বর) বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় জাকির হোসেন (৩৫) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডের ঘটনার দিনই বিকেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে ওই কবিরাজকে আটক করা হয়।
আটক কবিরাজ জাকির হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের উত্তর রাজপাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব জানান, কবিরাজ জাকির হোসেন প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এমনকি ঘটনার দিন শুক্রবার রাতেও তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।