রাজশাহীতে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্মেলন শুরুর আগ মুহুর্তে সম্মেলনস্থলে ঢোকার সময় এক বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যাক্তির নাম হাসান কবির (৩৫)। কবির। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামের আবদুল আজিজের পুত্র। আবদুল আজিজ গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। আটক হাসান কবির যুবলীগের একজন কর্মী বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তল্লাশিকালে সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটান পুলিশের রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম। তিনি জানান, পুলিশের তল্লাশির সময় কবিরের কোমরে গোঁজা রাখা অবস্থায় এক বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হচ্ছে।
এদিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হওয়ার পরে স্থানীয় নেতারা একে একে তাদের বক্তব্য রাখছেন।
বেশ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবেই চলছে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের নির্ধারিত কর্মসূচী।