যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিটিতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে আরও দুইজন পুলিশ সদস্য রয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
দুই বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর ট্রাক চালিয়ে একটি সুপার শপে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির মধ্য দিয়ে রক্তাক্ত ঘটনার পরিসমাপ্তি ঘটে।
বিবিসি প্রতিবেদনে লিখেছে, ভর দুপুরে মুহূর্মুহু গুলির মধ্যে পুরা এলাকায় যুদ্ধক্ষেত্রের মত পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন অনেকে।
গোলাগুলির পেছনের কারণ এখনও স্পষ্ট না হলেও এটি জঙ্গি হামলার কোনো ঘটনা নয় বলে নিউ জার্সি পুলিশের ধারণা করছে।
জোসেফ সিলস নামের ৩৯ বছর বয়সী যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তিনি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার কর্মসূচির জন্য গঠিত টিমের একজন অন্যতম সদস্য ছিলেন।