fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানারায়ণগঞ্জে আড়াইহাজারে দুই বাসের সংঘর্ষে শিশুপুত্রসহ মা নিহত

নারায়ণগঞ্জে আড়াইহাজারে দুই বাসের সংঘর্ষে শিশুপুত্রসহ মা নিহত

বুধবার দুপুরে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, গত রাতে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শিমুলিয়া থেকে তাদের লাশ উদ্ধার করে নারাণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, মানছুরা আক্তার (২৪) ও তার ছেলে আসিফ (৪)। মানছুরা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার জাহাঙ্গীর এর স্ত্রী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে উল্লেখ করে ওসি বলেন, “দুই বাসের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এক বাসের সাথে আরেক বাসের সংঘর্ষ বাধে। এতে বাস থেকে নামার সময় ছিটকে পড়ে গিয়ে মা ও শিশু নিহত হয়।”

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নরসিংদী থেকে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। শিমুলিয়ার কাছাকাছি এলে নরসিংদী থেকে আসা মানছুরা শিশুসহ নামার জন্য বাসের দরজায় অপেক্ষ করছিলেন।

শিমুলিয়া বাসস্ট্যন্ডে আসার প্রায় একশ গজ আগে বিপরীত দিক থেকে যাওয়া ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি বাস তাদের বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুসহ মানছুরা মহাসড়কে পড়ে তাদের বাসের পেছনের চাকার নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বাস দুইটি এখন পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments