fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধগণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা

গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা

বুধবার দুদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদের মামলা করেছে।

দুদক উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৭(১) ধারা (অবৈধ সম্পদ), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা (ক্ষমতার অপব্যবহার) এবং ২০১২ সালের মানি-লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২), ৪(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনাসুত্রে আরো জানা যায় যে, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গণপূর্ত মন্ত্রণালয়ের মুমিতুর রহমানের নাম নানাভাবে বেরিয়ে আসে। তিনি জিকে শামীমকে কাজ পাইয়ে দিয়ে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি ছাড়াও গণপূর্ত মন্ত্রণালয়ের আরো দুই ডজন কর্মকর্তার নাম ও তদন্তে বের হয়ে আসে।

দুদক সূত্র জানায়, তার (মুমিতুরের) আরও অনেক সম্পদ আছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকালে তা বেরিয়ে আসবে। দেশের বাইরেও তিনি অর্থ পাচার করেছেন এমনও অভিযোগ রয়েছে তার নামে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments