সিলেটে জৈন্তাপুরে সেলিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্বামীর বাড়ির লোকজনের দাবি সেলিনা আক্তার (গৃহবধূ) আত্মহত্যা করেছেন। এদিকে, বাবার বাড়ির লোকজনের অভিযোগ যৌতুকের টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার মুলে, শশুড়বাড়ির লোকজনরা আছে বলেও দাবি করেন নিহতের বাবার বাড়ির পরিবার। উক্ত ঘটনায় সেলিনার স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক স্বামীর নাম ডালিম মিয়া। তিনি ওই গ্রামের আলাই মিয়ার ছেলে।
ঘটনা সম্পর্কে গৃহবধূর( সেলিনার) ভাই আসমান আলী জানিয়েছেন যে, গত ১৬ ডিসেম্বর ১০ মাসের শিশু কন্যাসন্তান নিয়ে সেলিনা স্বামীর বাড়ি থেকে তাদের বাড়িতে যান। সেদিন টমটম গাড়ি কেনার জন্য তার স্বামীকে এক লাখ টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি এবং জানায় যে টাকা না দিলে শ্বশুরবাড়িতে সমস্যা হবে। তাই, কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে পরদিন সেলিনাকে তার স্বামীর বাড়ি পাঠানো হয়। সেদিনই সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে ফোনে জানানো হয় যে সেলিনা আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে আসমান আলীর(নিহতের ভাই) অভিযোগ যে যৌতুকের জন্য তার বোনকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে।
পরে এলাকার লোকজন সেলিনার স্বামী ডালিমকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।