আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। উপজেলার মদাপুরের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ জন নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, কুষ্টিয়ার মিন্টু শেখ (৩০), রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মিজানুর রহমান (৪০), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফরমান আলী মন্ডল (৭০), বাকি অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, সেই সময় ঢাকা ফেরত কুষ্টিয়াগামী লালন পরিবহন আসছিলো। সেই বাসের সঙ্গেই বিপরীত দিক থেকে আসা লোকাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই বেশ ক্ষতিগ্রস্থ হয় এবং বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তৎক্ষণাত ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার কাজে অংশ নেয়।
ঘটনাস্থলেই মারা যায় দুইজন। আহতদের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুইজন মারা যান। এছাড়াও হাসপাতালে ভর্তি করার পর আরেকজনের মৃত্যু হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শওকত আলী বলেন যে, ‘খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। ঘটনাস্থলে নিহত দু’জনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এছাড়াও রাজবাড়ীর সিভিল সার্জন মাহফুজুর রহমান জানান, এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।