fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসিরাজগঞ্জউল্লাপাড়াসিরাজগঞ্জ উল্লাপাড়ায় বাস- ট্রাক সংঘর্ষে ট্রাক চালকসহ নিহত ২, আহত ৭

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বাস- ট্রাক সংঘর্ষে ট্রাক চালকসহ নিহত ২, আহত ৭

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৭ জন।

নিহত ব্যক্তিরা হলেন, ট্রাকের হেলপার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট গ্রামের রনি (২২) ও একই উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮)। রনি ওই ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।

এই দুর্ঘটনায় ২ জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরো সাত জন। আহতদেরকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

হাটিকুম্রুল হাইওয়ে থানার উপপরিদর্শক সাদিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়ায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু নিহত ও ৮ জন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ট্রাকের সহকারী রনি।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় আনা হয়েছে । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments