fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যআবহাওয়াসারা দেশে বৃষ্টির সম্ভবনা

সারা দেশে বৃষ্টির সম্ভবনা

চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এতে আবারো দেশের তাপমাত্রা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। উক্ত বিষয়ে আজ(রবিবার) আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, ২৫ ডিসেম্বর রাতে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমের উদ্দেশ্যে জানিয়েছেন যে, ২৫ থেকে ২৭ ডিসেম্বর দেশের সব জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সাথে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে ঢাকা,বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি হবে বলে।

আজ খুলনা, যশোর, পাবনা ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে। তবে আশা করা হচ্ছে আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments