fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাদেশে করোনায় আক্রান্তদের অর্ধেকের বেশিই যুবক

দেশে করোনায় আক্রান্তদের অর্ধেকের বেশিই যুবক

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকের বেশিই যুবক। মোট আক্রান্তদের ৫৫ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) তথ্যমতে, দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১-৩০ বছর বয়সীরা। এদের সংখ্যা ২৭ দশমিক ৬ শতাংশ।

এরপরেই আছেন ৩১-৪০ বছর বয়সীরা। তাদের হার ২৭ দশমিক এক শতাংশ। গত এপ্রিলে ২১-৩০ বছর বয়সীদের হার ২৪ এবং ৩১-৪০ বছর বয়সীদের আক্রান্তের হার ছিল ২২ শতাংশ।

৪১ থেকে ৫০ বছর বয়সীদের শনাক্তের সংখ্যা ১৭ দশমিক ৩ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে শনাক্ত ১১ দশমিক ২ শতাংশ এবং ষাট বছরের বেশি শনাক্ত রোগী সংখ্যা ৬ দশমিক ৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে আক্রান্তের হার সাত দশমিক ৩ শতাংশ।

সবচেয়ে কম শনাক্তের হার এক থেকে ১০ বছরের বয়সীরা।প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments