দেশে করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকের বেশিই যুবক। মোট আক্রান্তদের ৫৫ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) তথ্যমতে, দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১-৩০ বছর বয়সীরা। এদের সংখ্যা ২৭ দশমিক ৬ শতাংশ।
এরপরেই আছেন ৩১-৪০ বছর বয়সীরা। তাদের হার ২৭ দশমিক এক শতাংশ। গত এপ্রিলে ২১-৩০ বছর বয়সীদের হার ২৪ এবং ৩১-৪০ বছর বয়সীদের আক্রান্তের হার ছিল ২২ শতাংশ।
৪১ থেকে ৫০ বছর বয়সীদের শনাক্তের সংখ্যা ১৭ দশমিক ৩ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে শনাক্ত ১১ দশমিক ২ শতাংশ এবং ষাট বছরের বেশি শনাক্ত রোগী সংখ্যা ৬ দশমিক ৭ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে আক্রান্তের হার সাত দশমিক ৩ শতাংশ।
সবচেয়ে কম শনাক্তের হার এক থেকে ১০ বছরের বয়সীরা।প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।