গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, একহাজার ৯শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যাবের।
জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুর জেলার গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন।
যাব-১ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিঅ্যান্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন।
পরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদককারবারির কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থলে পিংকু গুলিবিদ্ধ হন।
তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র্যাবের একসদস্য আহত হয়েছেন বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরো বলেন, পরে ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান ও বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।