ময়মনসিংহের মুক্তাগাছায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম পূজা পাল। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের মন্ডার দোকান সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুক্তাগাছার মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্রনাথ পালের মেয়ে নিহত পূজা পাল। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এআইইউবি) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী জানায়, চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে পরিবারের লোকজন হঠাৎ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পালকে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মুক্তাগাছা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।