সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বাস চালক মো. শহীদ মিয়ার তিন দিনের রিমান্ড মনজুর করেছে আদালত। বাস চালক মো. শহীদ মিয়া এ মামলার প্রধান আসামি।
সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাগীব নূরের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, পুলিশের পক্ষ থেকে আদালতে আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
এর আগে কড়া নিরাপত্তায় বাসচালক শহীদকে সুনামগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।