fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যভারতের কৃষক-সরকার বৈঠক বিফল; অনড় দু'পক্ষই

ভারতের কৃষক-সরকার বৈঠক বিফল; অনড় দু’পক্ষই

ভারতের আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের সপ্তম দফার আলোচনাতেও মিলল না কোন সমাধান। অনড় দু’পক্ষই। ফলে পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

কৃষকদের দাবি মেনে সরকার নতুন তিন কৃষি আইন বাতিলে রাজি নয়। সরকার চাইছে পুরো বিষয়টি একটি বিশেষজ্ঞ কমিটি বিবেচনা করে দেখুক। বৈঠক শেষে ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, ‘নতুন কৃষি আইনের ধারা অনুযায়ী আমরা আলোচনায় রাজি হয়েছিলাম। কিন্তু আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলো। ফলে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। আশা করব পরবর্তী বৈঠকে সমাধান হবে।’ এই পরিস্থিতিতে স্থির হয়েছে যে, আগামী ৮ জানুয়ারি সরকার ও কৃষকদের মধ্যে পরবর্তী বৈঠক হবে। সূত্রঃ পিটিআই।

বৈঠকে অংশ নেওয়া ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, প্রতিবাদী কৃষকরা নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন। বিকল্প কোনো প্রস্তাব বা কমিটি গঠনের বিষয়টি মেনে নেওয়া হবে না।

মোদি সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের চার দাবির মধ্যে দুইটি দাবিতে দু’পক্ষই একটি সমঝোতায় এসেছে। তবে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, বৈঠকে তিনটি কৃষক আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের কথা আলোচনা হয়েছে। যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন প্রত্যাহার করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments