fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজধানীর টেকনিক্যালে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রাজধানীর টেকনিক্যালে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রাজধানীর টেকনিক্যাল এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আয়েশা আক্তার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী। আয়েশা আক্তারের বয়স আনুমানিক ২২ বছর। তিনি বিইউবিটির আইনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে ভাইয়ের মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন আয়েশা। এ সময় শ্যামলীর দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকের ওই চালককে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments